ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাকিস্তানকে ৫ উইকেটে বিধ্বস্ত করে দূর্দান্ত জয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ২৩:৫৪, ২ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৫৫, ২ মার্চ ২০১৬

এশিয়া কাপ ক্রিকেটের খবর। এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানকে ৫ উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে উঠেলো বাংলাদেশ। জয়ের জন্য ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রখে দূর্দান্ত জয় তুলে নেয় টাইগাররা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে পাকিস্তান। অসাধারণ ব্যাট করে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশকে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। bd winম্যাচের ২০তম ওভারের প্রথম বলে চার মেরে শুধু দারুন জয়ের দেখাই পায়নি, দূর্দান্তভাবে ফাইনালেও জায়গা করে নেয় বাংলাদেশ। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। আল-আমিন হোসেনের বলে মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার খুররম মাঞ্জুর। এরপর বাংলাদেশের পেস আর ঘূর্ণি আক্রমনে ২৮ রানে ৪ উইকেট নেই আফ্রিদী বাহিনীর। পাক ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে মাঝে হাল ধরেন সরফরাজ আহমেদ। অভিজ্ঞ সোয়েব মালিককে সাথে নিয়ে ইনিংস সুসংহত করতে থানেক সরফরাজ। সোয়েব ৪১ রানে আউট হলেও অন্য প্রানে অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানে অপরাজিত থাকেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। ৪২ বলের মোকাবেলায় ৫টি চার আর ২টি দর্শনীয় ছয়ের মার ছিল সরফরাজের ইনিংসে। বাংলাদেশের পক্ষে আল-আমিন ২৫ রানে নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশেরও। ওপেনার তামিম ইকবাল আউট হয়েছেন মাত্র ৭ রানে। তবে, আরেক ওপেনার সৌম্য সরকারের ব্যাট ছিল সাবলিল। চার আর ছয়ের ফুলঝুরিতে মাতিয়ে রাখেন দর্শকদের। আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে প্যাভিলিয়নে ফেরত যান এই ড্যাশিং ওপেনার। ৪৮ বলের মোকাবেলায় ৫টি চার আর একটি দূর্দান্ত ছয়ের মার ছিল সৌম্যর ইনিংসে। মিডল অর্ডারে দ্রুত কয়েকটি উইকেট পতন হলেও শেষ পর্যন্ত দলপতি মাশরাফিকে সাথে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি