ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে তোড়জোড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১০ আগস্ট ২০২৩

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানে জাতীয় পরিষদ বিলুপ্ত ঘোষণার পর এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে তোড়জোড়। 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এরই মধ্যে নিজ দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। আজ বৈঠক করবেন প্রধান বিরোধী দল তেহরিক-ই ইনসাফ-পিটিআইয়ের নেতাদের সঙ্গে। 

তবে পিটিআই চেয়ারম্যান ইমরান খান জেলে থাকায় বৈঠকে নেতৃত্ব দেবেন ভারপ্রাপ্ত প্রধান রাজা রিয়াজ। 

সংবিধান অনুযায়ী, ৯০ দিনে মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে এরইমধ্যে প্রস্তাব পাস করেছে সিনেট। 

বৃহস্পতিবার একটি লাইভ ভাষণে শাহবাজ শরিফ বলেন, ‘২০২৩ সালের আগস্টে আমরা অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেব।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছর অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম দিকে হতে পারে নির্বাচন।

নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি