ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানে জঙ্গি হামলায় ৮ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১৯ নভেম্বর ২০২৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দু’টি হামলায় ৮ সেনা সদস্য নিহত এবং ৭ পুলিশ কর্মকর্তা অপহৃত হয়েছেন। এছাড়া হামলায় জঙ্গিগোষ্ঠীর ৯ সদস্য মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (১৮ নভেম্বর) এক সংঘর্ষে ৮ জন সেনা সদস্য এবং ৯ জঙ্গি নিহত হয়েছেন।

জঙ্গিগোষ্ঠী তালেবানের পাকিস্তান শাখা এই হামলার দায় স্বীকার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন, পৃথক আরেকটি হামলায় ৭ পুলিশ কর্মকর্তা অপহৃত হয়েছেন।

এসএস//

 


 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি