ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে দেয়াল ধসে ১৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১৯ জুলাই ২০২৩

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে দেয়াল ধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চারজন।

বুধবার এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সূত্র মতে, মৌসুমি ভারি বৃষ্টিতে দুটি শহরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন অবস্থায় গুলরাহ মুর এলাকার পেশোয়ার সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের কাছে প্রবল বৃষ্টির কারণে দেয়াল ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে। এরা সকলেই শ্রমিক।

তারা দেয়ালের কাছে তাঁবুতে ঘুমাচ্ছিলেন। ওই দেয়ালটি ছিল ১০০ ফুট চওড়া ও ১১ ফুট উঁচু।

খবর পেয়ে উদ্ধারকারী দল ধসে পড়া দেয়ালের নিচ থেকে ১২টি লাশ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

এদিকে ইসলামাবাবদ পুলিশ জানিয়েছে, দেয়াল ধসে নিহত হয়েছে ১১ বছর বয়সী একটি কন্যাশিশু।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি