ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানে নিষিদ্ধ মাহিরা খান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউডে তার অভিষেক হয় শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে। মূলত এ সিনেমার মাধ্যমেই তিনি পরিচিতি পান বলিউডে। তবে নতুন খবর হচ্ছে- এবার নিজ দেশে নিষিদ্ধ হলেন মাহিরা। তার ‘ভার্না’ সিনেমাটি নিষিদ্ধ করেছে পাকিস্তান।
‘‌ভার্না’ শিরোনামের সিনেমাটিতে একজন ধর্ষিতার ভূমিকায় অভিনয় করেন মাহিরা খান। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি নায়ক হারুন শহিদ।   
সিনেমাটিতে অযাচিতভাবে ধর্ষণকে তুলে ধরা হয়েছে দাবি করে সিনেমাটি নিষিদ্ধ করেছে পাকিস্তান সেন্সর বোর্ড।
তবে সিনেমাটির পরিচালক শোয়াইব মনসুর জানিয়েছেন, গল্পের তাগিদেই দৃশ্যটির চিত্রায়ন করা হয়েছে।
পাকিস্তান সেন্সর বোর্ডের এমন আচরণে বিস্মিত তিনি।
এদিকে সিনেমা আটকে দেওয়ার সিদ্ধান্তে দেশটিতে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান সেন্সর বোর্ড। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন অনেক পাকিস্তানি তারকাও।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রাইবুন

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি