ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ৫ মে ২০২৪ | আপডেট: ২০:২৩, ১৪ মে ২০২৪

পাকিস্তানের সিন্ধু প্রদেশে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সাংঘর জেলার ঝোল শহরের কাছে একটি গ্রামের স্কুলের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

ডন জানিয়েছে, শিশুটির মা ধর্ষণের অভিযোগে ঝোল পুলিশ পাকিস্তান দণ্ডবিধির ৩৮৩ ধারায় মামলা করলে তৎপর হয় পুলিশ। সাংঘরের এসএসপি আইজাজ আহমেদ শেখ বলেন, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝোলের একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক মেডিকেল রিপোর্ট অনুযায়ী, তাকে ধর্ষণের আলামত মিলেছে।

এই পুলিশ কর্মকর্তা জানান, ধর্ষণের ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে তার মা-বাবা অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তের জন্য ঝোলের ডিএসপি লং খান শারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংঘর জেলা পুলিশের এক মুখপাত্র এক বিজ্ঞপ্তিতে জানান, পুলিশি নিরাপত্তায় মেয়েটি ও তার পরিবার এখন নিরাপদ। মেয়েটির চিকিৎসা চলছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি