ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে পুলিশ ভ্যানে বিস্ফোরণ : নিহত ৭, আহত ২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৮ অক্টোবর ২০১৭

বিস্ফোরণে রক্তাক্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ৷ ভয়াবহ বিস্ফোরণে ৭ পুলিশ কর্মকর্তা নিহত ও ২২ পুলিশ আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরের সিবি রোডে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে ।

পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থল সিবি রোড এলাকায় পুলিশের টহল ভ্যানে করে ৩৫ জন পুলিশ যাচ্ছিলেন৷ সেই সময় এ বিস্ফোরণ ঘটানো ঘটে।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার সত্যতা স্বীকার করে ৭ জন পুলিশ নিহত এবং ২২ জন পুলিশ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুত্বর বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে

সূত্র: দ্য ডন

এম/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি