ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানে মুক্তি পেলো রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ৩ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রেক্ষাগৃহ থেকে প্রশংসা কুড়ানো সিনেমা ‘দেয়ালের দেশ’ মুক্তি পেয়েছে পাকিস্তানেও। দেশটির মাল্টিপ্লেক্সে ছবিটি চালানো হচ্ছে বাংলায়। তবে এতে ইংরেজি সাবটাইটেলও রয়েছে। নির্মাতা মিশুক মনিরের এই সিনেমা গত বছরের ঈদে মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী।

ছুটির দিন শুক্রবার (৩ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে  ‘দেয়ালের দেশ’ মুক্তি পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা মিশুক মনি।

তিনি জানান, পাকিস্তানের প্রেক্ষাগৃহে বাংলা ভাষাতেই আজ মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমাটি। তবে দর্শকদের সুবিধার জন্য সিনেমায় ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে।
 
পাকিস্তানে  ‘দেয়ালের দেশ’ ডিস্ট্রিবিউশন করছে যুক্তরাষ্ট্রের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। পাকিস্তানের প্রেক্ষাগৃহে নিজের প্রথম সিনেমা মুক্তি প্রসঙ্গে মিশুক মনি বলেন, কয়েকটি দেশেই এ সিনেমা মুক্তি পেয়েছে। এবার পাকিস্তানের মাটিতে বাংলা ভাষায় সিনেমাটি মুক্তি পেল। এটি আমার জন্য বড় প্রাপ্তি।

মিশুক মনি আরও বলেন, গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি। আশা করি, পাকিস্তানের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।
 
‘দেয়ালের দেশ’ সিনেমার  কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির তিনি অন্যতম প্রযোজকও তিনি। তার প্রথম সিনেমায় প্রথমবারের মতো জুটি গড়েন রাজ ও বুবলী।
 
সিনেমায় দেখানো হয়,  নিম্নশ্রেণির দুজন মানুষ রাজ ও বুবলীর প্রেম হয়। কিন্তু ঘটনাচক্রে  হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলী। এরপর তার লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ।
 
রহস্যে ভরা কেমিস্ট্রির এমন সিনেমায় রাজ, বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।

এমবি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি