ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানে রোজা হতে পারে ২৯টি, বাংলাদেশে কতটি?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ চাঁদের ওপর নির্ভর করে রোজার শুরু ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে থাকে। এবারও সৌদি আরব ও পাকিস্তানে রমজানের তারিখ নিয়ে পার্থক্য দেখা দিতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে চলেছে, যা তাদের ৩১ মার্চ ঈদুল ফিতর পালনের সম্ভাবনা সৃষ্টি করছে। তবে পাকিস্তানে রমজান মাস ২৯ দিন হতে পারে, যার কারণে সেখানে ঈদ হতে পারে ৩১ মার্চ। খবর গালফ নিউজের।

আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ২৯ মার্চ সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাওয়ার ফলে ওইদিন শাওয়াল মাসের চাঁদ দেখা সম্ভব হবে না। ওইদিনটি পবিত্র রমজান মাসের ২৯তম দিন হবে এবং চাঁদ সূর্যাস্তের পর সূর্যের সঙ্গে সংযোগ ঘটবে।

খালি চোখে, টেলিস্কোপ বা অন্য কোনো উপায়েও ওইদিন চাঁদ দেখা সম্ভব নয়। ফলে, আরব বিশ্বে এই দিন শাওয়াল চাঁদ না দেখা যাওয়ায় রমজান মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারের রমজানে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ দিনের রোজা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এসব দেশ রমজান মাসের তারিখ নির্ধারণে চাঁদের ওপর নির্ভর করে এবং ২৯ মার্চ শাওয়াল চাঁদ না দেখার কারণে ৩০ রোজা পূর্ণ হবে। ফলে, ৩১ মার্চ এসব অঞ্চলে ঈদুল ফিতর উদযাপন হবে। ২০ মার্চ এ রকম একটি পূর্বাভাস দিয়েছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

তবে পাকিস্তানে পবিত্র রমজান মাসের দিন গণনা কিছুটা ভিন্ন হতে পারে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, ঈদুল ফিতরের চাঁদের জন্ম হবে ২৯ মার্চ রাত ৩টা ৫৮ মিনিটে। চাঁদ সূর্যাস্তের পর আকাশে ৭০ মিনিট থাকবে।

তবে ৩০ মার্চ সন্ধ্যায় যখন শাওয়ালের চাঁদের অনুসন্ধান করা হবে, তখন চাঁদটির বয়স হবে ২৭ ঘণ্টা। এর মানে ওইদিন পাকিস্তানে চাঁদ খালি চোখে খুব সহজেই দেখা যাবে এবং চাঁদ দেখার পর পাকিস্তানে রমজান মাস ২৯ দিনে শেষ হবে।

এভাবে পাকিস্তানে ২৯ রোজা হবে এবং ৩১ মার্চ সেখানে ঈদ পালিত হতে পারে। অন্যদিকে, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রোজা পূর্ণ হবে এবং সেখানে ৩১ মার্চ ঈদ উদযাপিত হবে।

এই বৈচিত্র্যময় তারিখের কারণে মুসলিম বিশ্বে রোজা ও ঈদ উদযাপনের সময় একত্রিত হবে না এবং এর ফলস্বরূপ ঈদের উৎসবের তারিখ কিছুটা আলাদা হতে পারে।

এদিকে, বাংলাদেশে রমজানের দিন গণনার ব্যাপারে এখনও সরকারি ঘোষণা আসেনি। দেশীয় চাঁদ দেখার কমিটি ঐতিহ্যগতভাবে স্থানীয় আবহাওয়া ও আকাশের অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। অতীতে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে বলা যায়, আবহাওয়ার পরিস্থিতি ও চাঁদের অবস্থা যদি সৌদি আরবের নীতি অনুসরণ করে থাকে, তবে রমজান ৩০ দিন হতে পারে। তবে, যদি স্থানীয় পর্যবেক্ষণে চাঁদের উপস্থিতি নিশ্চিত হয়, তাহলে ২৯ দিনের রমজানের পর ঈদ উদযাপন করা যেতে পারে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি