ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে শিশু নিপীড়ন থামছেই না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ১ মে ২০২৪ | আপডেট: ২৩:২৭, ২ মে ২০২৪

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ২০২৩ সালে ২ হাজার ৫৩৪ শিশু অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৮৯১ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে সাসটেইনেবল সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (এসএসডিও) প্রতিবেদনে উঠে এসেছে।

ট্রিবিউন ডট কম জানিয়েছে, ২০২৩ সালে পাকিস্তানের শিশুর প্রতি সহিংসতার ঘটনাগুলো উদ্বেগজনক হারে বেড়েছে। এ কারণে কর্তৃপক্ষের জরুরি প্রাসঙ্গিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এসএসডিওর সমীক্ষা অনুযায়ী, শিশুর প্রতি বেশিরভাগ অপরাধের ঘটনাগুলোর মধ্যে রয়েছে অপহরণ। গত বছর ২৫৩৪ টি অপহরণের ঘটনা ঘটলেও তার আগের বছর ২০২২ সালে অপহরণের ঘটনা ঘটে ২ ধহাজার ৫৩৯টি। অপহরণের এই চিত্রে দেখা যাচ্ছে, তেমন কোনো পরিবর্তনই নেই। সমীক্ষা অনুযায়ী, পাঞ্জাবে গত বছর গরে প্রতিদিন সাতটি শিশু অপহরণের শিকার হয়েছে।

অপহরণের ঘটনাগুলোর সবথেকে বেশি ঘটেছে লাহোরে, সেখানে ৮৪০টি অপহরণের ঘটনা ঘটে। এরপর শিয়ালকোটে ১৯৪টি এবং গুজরানওলায় ১৪৩টি অপহরণের ঘটনা ঘটে। শিশুদের প্রতি যৌন নিপীড়নও প্রধান উদ্বেগের বিষয়। গত বছর যৌন নিপীড়নের এমন ঘটে ৮৯১টি। ২০২২ সালে এসব ঘটনা ঘটে ৬২১টি।

সমীক্ষা বলছে ২০২৩ সালে গড়ে সপ্তাহে ১৭টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। সবথেকে বেশি ঘটেছে লাহোরে ৩৪৬টি, শেইখুপউরায় ৭৬টি ও ভাওয়ালনগরে ৬১টি। সেইসঙ্গে শিশু পর্নোগ্রাফিল ১২টি ঘটনা ঘটেছে।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি