ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

পাকিস্তানে স্থানীয় জনতার হত্যাকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এইচআরসিপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২৬ জুন ২০২৪ | আপডেট: ২০:৪৭, ২৬ জুন ২০২৪

পাকিস্তানের মানবাধিকার কমিশনের (এইচআরসিপি) চেয়ারম্যান আসাদ ইকবাল বাট দেশটিতে উশৃঙ্খল জনতার হামলা বা হত্যার ঘটনা বন্ধে কেন্দ্রীয় সরকারের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এইচআরসিপি এক বিবৃতিতে পাকিস্তানের সোয়াতের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে বলেছে, স্থানীয় জনতার এ আক্রমণ এবং এক মাস আগে একই ধরনের ঘটনার মানে ধর্মের নামে সহিংসতা প্রতিরোধে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র। এএনআই জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদেনের বরাতে এইচআরসিপি বলেছে, নিহত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকাকালীন কোরআন অবমাননার অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু তিনি যে নির্মমতার শিকার হয়েছেন, এক মাসেরও কম সময়ের মধ্যে স্থানীয় জনতার হামলায় এমন দুটি ঘটনা প্রমাণ করে যে, রাষ্ট্রে বিশ্বাসের নামে সহিংসতার উসকানি দেওয়ার মামলা রয়েছে। রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে বা অন্য কারণে তার প্রতিশ্রুতির সঙ্গে আপস করেছে।

এই ধরনের ঘটনাকে অন্যায় আখ্যা দিয়ে এইচআরসিপি চেয়ারম্যান বলেন, চরমপন্থাকে লালন করার কারণে ঘৃণার জন্ম থেকে এ ধরনের সহিংসতা ঘটানো হচ্ছে। এক্সে তার বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ডগুলো কেবল কিছু খারাপ আইনের বিষয় নয়, যা ব্লাসফেমির নামে সহজেই অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। বরং বহু দশক ধরে অতি-ডানপন্থী গোষ্ঠী এবং চরমপন্থাকে লালন-পালনের নীতির প্রত্যক্ষ ফল এটি।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি