ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানে ৫ চীনা নাগরিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ৩০ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়ার শাংলা জেলায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাঁচ চীনা নাগরিক নিহতের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে চীন সরকার। হতাহতের ওই ঘটনার পর নিজেদের নাগরিকদের জন্য নিরাপত্তা জোরদারের আহ্বানও জানিয়েছে দেশটি। পাকিস্তানে দাসু বাঁধ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন ওই পাঁচ চীনা নাগরিক।

মঙ্গলবার বিশাম এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি চালিয়ে দেওয়া হয় চীনা প্রকৌশলী ও কর্মীদের গাড়ি লক্ষ্য করে। ওই ঘটনায় চীনের তদন্তের দাবির মুখে ইসলামাবাদ অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে।

পাকিস্তান পুলিশ বলছে, চীনা প্রকোশলীদের বাসটি ইসলামাবাদ থেকে কোহিস্তান যাচ্ছিল। কারাকোরাম হাইওয়েতে পৌঁছালে হামলার শিকার হয়। কোহিস্তান থেকে আসা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি বাসটিকে গিয়ে ধাক্কা দেয়। চীনা বহরের ওপর এটি আত্মঘাতী হামলা। হামলার পর বাসটিতে আগুন ধরে যায় এবং খাদে পড়ে যায় বলে বিশামের সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) ডনকে জানান।

তিনি বলেন, ওই হামলায় প্রচুর পরিমাণে বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। পুলিশ এলাকাটি ঘিরে আলামত সংগ্রহ করে। সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর শরীরের অংশও সংগ্রহ করেছে পুলিশ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি