ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানে ৬ ঘণ্টা পর খোঁজ মিলেছে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মীর

প্রকাশিত : ১৩:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১৬

bd pakইসলামাবাদে ৬ ঘণ্টা পর খোঁজ মিলেছে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মীর। এ ঘটনার আগেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ছেড়ে দেয় পুলিশ। ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রেস শাখার কর্মী জাহাঙ্গীর হোসেন সোমবার বিকেলে নিখোঁজ হন। সে দেশের সময় রাত ১২টার দিকে তিনি বাসায় ফেরেন। নিখোঁজের কারণ এখনও জানা যায়নি। এদিকে, সন্দেহজনক গতিবিধি’র কারণে একই দিন ঢাকার গুলশান থেকে পাকিস্তান হাইকমিশনের কর্মী আবরার আহমেদ খানকে সাড়ে তিন হাজার ভারতীয় রুপিসহ আটক করে আইন-শৃঙ্খলাবাহিনী। জিজ্ঞাসাবাদে পরিচয় পাওয়া গেলে তাকে ছেড়ে দেয়া হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি