পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি
প্রকাশিত : ১৮:২১, ২৯ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৪৯, ৩০ জুলাই ২০১৭
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা ও দেশটির খনিজ ও জ্বালানি মন্ত্রী শহীদ খাকান আব্বাসির নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে শহীদ খাকান আব্বাসির নাম ঘোষণা করা হয়। অর্ন্তবর্তীকালীন সময়ের পর সম্মিলিতভাবে নওয়াজের ছোট ভাই শেহবাজ শরিফের নেতৃত্বে থাকার সিদ্ধান্ত নেন মুসলিম লীগ নেতারা। বৈঠকে নওয়াজ শরিফ, শাহবাজ শরিফ, চৌধুরী নিসার আলী খানসহ দলটির জেষ্ঠ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী ভবনে জেষ্ঠ্য নেতৃবৃন্দের উপস্থিতিতে অনানুষ্ঠানিক পরামর্শমূলক বৈঠকে নেতৃত্ব দেন নওয়াজ শরিফ। ওই বৈঠকেও শাহবাজ শরিফকে নওয়াজ শরিফের উত্তরাধীকারী হিসেবে মনোনীত করা হয় এবং অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে খাকান আব্বাসির নাম ঘোষণা করা হয়।
পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন আব্বাসি। সূত্র : জিও নিউজ।
ডব্লিউএন
আরও পড়ুন