ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ১৩ মে ২০২৩

এক ম্যাচ বাকী থাকতে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। 

আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকলো পাকিস্তান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় পাকিস্তান। ব্যাট হাতে নেমে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৩৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন আরিফুল ইসলাম ও অধিনায়ক আহরার আমিন। জুটিতে ২৭ রান করে ফিরেন আহরার। হাফ-সেঞ্চুরি তুলে ৫০ রানেই থেমে যান আরিফুল। ৯৫ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

পরের দিকে মাহফুজুর রহমান রাব্বি ৩৪ ও পারভেজ রহমান জীবন ৩০ রানের ইনিংস খেলার পরও ২০ বল বাকী থাকতে ১৯৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের আইমাল খান ও আলি আসফান্দ ৩টি করে উইকেট নেন।

২০০ রানের জবাবে দলকে দারুন সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান। ১৭৬ বলে ১৫২ রানের সূচনা করেন তারা। আজান ৯১ বলে ৫২ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন শাহজাইব। অধিনায়ক সাদ বেগকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন শাহজাইব।
১৪টি চার ও ৩টি ছক্কায় ১০৫ বলে অপরাজিত ১০৫ রান করেন শাহজাইব। ২৯ রানে অপরাজিত থাকেন বেগ। বাংলাদেশের রাফি উজ্জামান-রাব্বি ১টি করে উইকেট শিকার করেন।

চট্টগ্রামে প্রথম দুই ওয়ানডে যথাক্রমে- ৯ উইকেটে ও ৭৮ রানে হেরেছিলো বাংলাদেশ। রাজশাহীতে তৃতীয় ম্যাচ ৪ উইকেটে জয় স্বাগতিকরা। চতুর্থ ম্যাচ হেরে একমাত্র চারদিনের টেস্টের পর ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ।

আগামী ১৫ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।

সূত্র: বাসস
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি