ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের জয় উদযাপন: স্ত্রী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে এফআইআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৭ নভেম্বর ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপনের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে ভারতে অভিযোগ দায়ের করা হয়েছে। একই ঘটনায় এবার স্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন স্বামী। 

ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের রামপুরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপনের অভিযোগে ওই ব্যক্তি নিজের স্ত্রী ছাড়াও অভিযোগ করেছেন শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

উত্তরপ্রদেশের রামপুরের আজিমনগরের বাসিন্দা ঈশান মিয়া। তার অভিযোগ, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর তার স্ত্রী রাবিয়া শামসি এবং রাবিয়ার মা-বাবা পটকা ফাটিয়ে ও হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়েছেন।

এই প্রসঙ্গে রামপুরের পুলিশ সুপার অঙ্কিত মিত্তল বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে উপহাস করা হয়েছে বলে খবর পেয়েছি। এই মর্মেই এফআইআর হয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে।’’ 

এইআইআর-এ উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রী আলাদা আলাদা থাকেন। স্ত্রী রাবিয়া থাকেন তার মা-বাবার কাছে। এর আগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন রাবিয়া।

সূত্র: আনন্দবাজার

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি