ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

পাকিস্তানের প্রয়োজন ৯ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৯৭ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৩:০৫, ১৪ মে ২০১৭

ডোমিনিকা টেস্টে শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৯ উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের দরকার ২৯৭ রান।
৫ উইকেটে ২১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ক্যারিবীয়দের প্রথম ইনিংস থাকে ২৪৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন রোস্টন চেজ। আর পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। জবাবে ৮ উইকেটে ১৭৪ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। লিড দাঁড়ায় ৩০৩। ক্যারিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসে উইনিস খান ৩৫ ও প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরিয়ান মিসবাহ ২ রান করে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানে অপরাজিত থাকেন ইয়াসির শাহ। ৩০৪ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৭ ও ব্যাক্তিগত ৪ রানেই আউট হন ওপেনার কাইরন পাওয়েল। ফলে শেষ দিনে জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২৯৭ রান আর ৯ উইকেট পাকিস্তানের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি