ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের বিপক্ষে এক ইনিংস হাতে রেখেই সিরিজ দক্ষিণ আফ্রিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ৭ জানুয়ারি ২০১৯

এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিল দু প্লেসির দল দক্ষিণ আফ্রিকা। কেপ টাউন টেস্ট ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে দলটি। ৪১ রানের লক্ষ্য ৯ ওভার ৫ বলে পেরিয়ে যায় স্বাগতিকরা।

এদিকে চোটের কারণে রোববার নিউল্যান্ডসে ব্যাটিংয়ে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকার নিয়মিত ওপেনার এইডেন মারক্রাম।

তার জায়গায় ডিন এলগারের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে দ্রুত ফিরেন টিউনিস ডি ব্রুইন। মোহাম্মদ আব্বাসের শর্ট বলে পুল করতে গিয়ে সরফরাজ আহমেদের গ্লাভস ধরা পড়েন তিনি।

মোহাম্মদ আমিরের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন টপ অর্ডার ব্যাটসম্যান হাশিম আমলা।

পরে অধিনায়ক দু প্লেসিকে নিয়ে বাকিটা সহজেই সারেন এলগার। এই ওপেনার ৩৯ বলে চারটি চারে অপরাজিত থাকেন ২৪ রানে।

প্রথম ইনিংসের দারুণ সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাফ দু প্লেসি। আগামী শুক্রবার জোহানেসবার্গে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি