পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প
প্রকাশিত : ১৯:৩৭, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৯, ২০ জুন ২০১৭
জঙ্গি মদদের অভিযোগ এনে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ মাধ্যম রয়টার্সে এ খবর প্রকাশিত হয়। এতে বলা হয়, তালেবানসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠির স্বর্গরাজ্য হয়ে উঠেছে পাকিস্তান। আফগানিস্তান যুদ্ধ পর্যালোচনার তথ্য বলছে, ওই দেশের জঙ্গিরা পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিচ্ছে। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে, ড্রোন হামলা বাড়ানো, সাহায্য প্রত্যাহার ও যুক্তরাষ্ট্রের দেয়া ঘনিষ্ঠ বন্ধুর মর্যাদা মেজর নন ন্যাটো অ্যালি ফিরিয়ে নেয়া। এ নিয়ে এখনও মুখ খোলেনি হোয়াইট হাউস ও পেন্টাগন। তবে ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ কতোখানি কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন