ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের মোট প্রাণহানির ৯২ শতাংশই কেপি ও বেলুচিস্তানে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ৬ এপ্রিল ২০২৪

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে পাকিস্তানে সন্ত্রাসবাদ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে যত মানুষের প্রাণ গেছে তার ৯২ শতাংশই হয়েছে খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং বেলুচিস্তান প্রদেশে। মোট আক্রমণের ৮৬ শতাংশই হয়েছে এ দুই প্রদেশে।

জিও নিউজ জানিয়েছে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) এই প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, নির্ধারিত ওই সময়ে পাকিস্তানে কমপক্ষে সহিংসতাকেন্দ্রিক ঘটনায় ৪৩২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৩৭০ জন।

এসব ঘটনায় সাধারণ নাগরিকসহ নিরাপত্তা কর্মকর্তাদের প্রাণ গেছে। সন্ত্রাসী হামলা ও সন্ত্রাসী-বিরোধী অভিযানের ঘটনা রয়েছে ২৪৫টি। নিহত ৪৩২ জনের মধ্যে ২৮১ জন সাধারণ নাগরিক এবং নিরাপত্তা কর্মকর্তা।

নিহতদের মধ্যে ৫১ শতাংশ হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। অপরদিকে বেলুচিস্তানে প্রাণহানি হয়েছে ৪১ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য এলাকাগুলো তুলনামূলক শান্তিপূর্ণ। মোট মৃত্যু ৮ শতাংশের কম হয়েছে ওইসব অঞ্চলে। সন্ত্রাসবাদ সম্পর্কিত ঘটনাগুলো ছাড়াও পাকিস্তানে নাশকতা, সরকারী ও বেসরকারি সম্পত্তি দখল এবং নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনা রয়েছে ৬৪টি। সিন্ধু প্রদেশে সন্ত্রাস বেড়েছে ৪৭ শতাংশ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি