ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের তিক্ততা চরম রূপ নিয়েছে

প্রকাশিত : ১৯:২২, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৪, ৩০ সেপ্টেম্বর ২০১৬

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতের অভিযানের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের তিক্ততা চরম রূপ নিয়েছে। সীমান্ত রক্ষার রণনীতি তৈরিতে ব্যস্ত চির বৈরী দু'দেশ। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে, যেকোন হামলা মোকাবেলায় দেশবাসীকে সেনাবাহিনীর পাশে থাকার নির্দেশ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। অন্যদিকে, ভারত ব্যস্ত আন্তর্জাতিক মহলের সমর্থন যোগাতে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় সার্জিক্যাল স্ট্রাইক নাকি সীমান্ত সংঘর্ষ- এ নিয়ে মতবিরোধ বেড়েই চলেছে ভারত-পাকিস্তানের মধ্যে। বাড়ছে উদ্বেগ ও উত্তেজনা। গেলো বুধবার রাতে ভারতের দাবি করা সার্জিক্যাল স্ট্রাইক নামের এ অভিযানে নিহত হয় দুই পাকিস্তানি সেনা সদস্যসহ ৩৮ জঙ্গি। এ ঘটনার পরই পাকিস্তান, সার্জিক্যাল স্ট্রাইকের খবর ভিত্তিহীন দাবি করে একে আন্তঃসীমান্ত সংঘর্ষ হিসেবে উল্লেখ করে। পাকিস্তানের সংবাদ মাধ্যমে ৮ ভারতীয় সেনা সদস্য নিহত ও এক সেনা সদস্যকে আটকেরও খবর প্রকাশিত হয়। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে ভারত অপপ্রচার চালাচ্ছে। চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বলেন, যেকোন ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত তার দেশ। একইসঙ্গে কাশী¥র ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি। এদিকে, ভারতীয় সেনাবাহিনী, পাকিস্তানী সংবাদ মাধ্যমে প্রকাশিত ৮ সেনা সদস্য নিহতের খবর মিথ্যা বলে দাবি করেছে। আর আটকের ঘটনাটি এর সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানায়। তবে নিরাপত্তার স্বার্থে পাঞ্জাব সীমান্তের ৬ জেলা থেকে ১৫ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিচ্ছে ভারত সরকার। অন্যদিকে কাশ্মির ইস্যু নিয়ে পরমাণু শক্তিধর দু’ দেশের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হুমকি বন্ধ করে আলোচনার তাগিদ দিয়েছে দেশটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি