ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানের স্কুল-মাদ্রাসায় জঙ্গি তৈরী হয় তথ্য উঠে এসেছে এপি’র রিপোর্টে

প্রকাশিত : ১২:২০, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০৩, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

পাকিস্তানের ধর্মীয় স্কুল ও মাদ্রাসাগুলোই জঙ্গি তৈরীর কারখানা। সম্প্রতি এপি’র রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে খেলাফত প্রতিষ্ঠায় প্ররোচিত করে কিশোর-কিশোরীদের উদ্বুদ্ধ করা হচ্ছে এসব স্কুল-মাদ্রাসায়। এখান থেকে প্রশিক্ষিত হয়ে সিরিয়ার মতো দেশে যুদ্ধে যোগ দিচ্ছে তারা। আর দশটি সাধারণ শহরের মতোই লাহোরের এখানে খেয়েপড়ে জীবন কাটছে সবার। কিন্তু, তাদের অনেকেরই চাপা কান্না দেখার যেনো কেউই নেই এখানে। পরিবারের কোমলমতি কিশোর-কিশোরীকে প্ররোচিত করে জঙ্গি সংগঠনে নাম লিখাচ্ছে বিশেষ মহল। এ শহরেরই বাসিন্দা ফাতিমা। ৮ মাস ধরে নিখোঁজ তার কিশোরী নাতনি। পরে জানতে পারেন সিরিয়ায় একটি জঙ্গী গোষ্ঠিতে যোগ দিয়েছে সে। ফাতিমার প্রতিবেশি হালিমা তার চার সন্তান ও ফারহানা নিখোঁজ দীর্ঘদিন ধরে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের ধর্মীয় স্কুল বা মাদ্রাসা থেকেই প্ররোচিত করা হচ্ছে। তারা বলছেন, মৌলবাদীরা কিশোর-কিশোরীদের ধর্মীয় কট্টরপন্থী করে তুলছে। সন্ত্রাসী গোষ্ঠিগুলোতে যোগ দেয়া বাসিন্দাদের নিয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, দেশে ফিরে আসা মাত্রই তাদের গ্রেফতার করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি