ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

‘পাকিস্তানেরও একজন রাহুল চাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১ ফেব্রুয়ারি ২০১৮

ভারতীয় যুবাদের কাছে ২০৮ রানে বিশাল ব্যবধানে হারের পর পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাক ক্রিকেটের সাবেক বোদ্ধারা। এদের একজন রমিজ রাজা। হারের পরপরই এক প্রতিক্রিয়ায় বলেন, আজ আমরা হেরেছি। কারণ আমাদের একজন রাহুল নেই। ভারত বিজয় লাভ করেছে, কারণ তাদের একজন রাহুল রয়েছে। ওর মতো এমন মেন্টর পেলে যে কোন দলই সাফল্যের শীর্ষে অবস্থান করতে পারবে।

এদিকে পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর পর যুবাদের মেন্টর রাহুল দ্রাবিড়ের জয় জয়কার চলছেই। যে দিন থেকে ভারতীয় জুনিয়র ক্রিকেট দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, সে দিন থেকেই পর পর সাফল্য এসেছে। শুধু তাই নয় তাঁর হাত ধরেই উঠে এসেছেন ভবিষ্যতের প্রতিভাবানরাও, যাঁরা পরবর্তীতে ভারতীয় সিনিয়র দলের ভরসা হয়ে উঠেছেন বা হয়ে উঠতে পারবেন।

সদ্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপের ফাইনালেও তুলেছেন দ্রাবিড়। এ বার পাকিস্তান থেকেও আওয়াজ উঠল রাহুল দ্রাবিড়ের মতো কোচ দরকার। আর সেটা তুলে দিলেন স্বয়ং রামিজ রাজা। তিনি বলেন, ‘রাহুল দ্রাবিড় যেভাবে ভারতীয় ক্রিকেটকে তৃণমূল থেকে তুলে আনছেন, সেরকম একজন পাকিস্তান ক্রিকেটেও দরকার। তরুণ ক্রিকেটার শুভমান গিলসহ অনেক ক্রিকেটার উঠে এসেছে। আর এর সব কৃতিত্বই রাহুল দ্রাবিড়ের।’

রামিজের মতে, রাহুল দ্রাবিড়ের মতো একজন কোচ বা মেন্টর থাকাটা ভারতীয় দলের জুনিয়র প্লেয়ারদের জন্য বড় প্রাপ্তি দাবি করে তিনি বলেন, ওরা দ্রাবিড়ের থেকে অনেক কিছু শিখছে। শুধু ক্রিকেট নয়, সব কিছুই শিখছে। নিজেকে কী ভাবে তুলে ধরবে, কী ভাবে খেলার ধারণা তৈরি করবে সবটাই। তা ছাড়া রাহুলের দৃঢ় মানসিকতা, ভদ্রাচরণ, ইতিবাচক মন মানসিকতা-সব কিছুই যুবাদের ভবিষ্যতের জন্য দারুণভাবে প্রস্তুত করে তুলছে।

নিজের দেশের খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে পুরোপুরি অসন্তুষ্ট রমিজ রাজা। তবে সবচেয়ে বেশি অসন্তুষ্ঠ পাক ক্রিকেটের মেন্টর দিয়ে তিনি। তিনি বলেন,আমার মনে হয়, পাকিস্তানের যুব ক্রিকেটকে ঢেলে সাজানো উচিৎ। ক্রিকেট বোর্ডেরও এ দিকে আরও বেশি করে নজর দিতে হবে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি