ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাখিরাও লাল হয় লজ্জায়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪৩, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কে বলে যে লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায়! গবেষকরা জানিয়েছেন  পাখিরাও লজ্জায় লাল হয়। বিশেষ করে ম্যাকাও প্রজাতির পাখির ক্ষেত্রে এমনটি ঘটে।

ফ্রান্সের ‘আইএনআরএ সেন্টার ভ্যাল দ্য লয়ের’-এর গবেষকরা পাঁচটি নীল-হলুদ ম্যাকাও নিয়ে বেশ কিছুদিন ধরে গবেষণা চালাচ্ছিলেন। তারা পরস্পরের মধ্যে কীভাবে আলাপ করে, তাদের ট্রেনারদের সঙ্গে তাদের সম্পর্কই বা কেমন— এমন নানা প্রশ্নের উত্তরই খুঁজছিলেন ফ্রান্সের গবেষকরা।

সেই পরীক্ষা-নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ‘প্লস ওয়ান’ নামক একটি জার্নালে। সেখানেই বলা হয়েছে যে, আবেগের মুহূর্তে এই নীল-হলুদ ম্যাকাওদের মুখের অংশ লাল হয়ে ওঠে। ম্যাকাওদের সারা শরীরেই রঙিন পালক থাকে। শুধুমাত্র চোখের চারপাশটায় কিছুটা ত্বক দেখা যায়। আর সেখানটাই সময় সময়ে লাল হয়ে যায়।

বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট সাইন্সডেইলি ডটকম-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গবেষকরা জানিয়েছেন যে, ম্যাকাওগুলির নিজেদের মধ্যে আলাপচারিতার সময়ে, অনেক ক্ষেত্রেই তাদের মুখ লালাভ হতে দেখা গিয়েছে। এমনকী ট্রেনাররা যখন তাদের সঙ্গে কথা বলে, তখনও তারা লজ্জায় ‘লাল’ হয়ে যায়।

প্রসঙ্গত, পাখিরা চুপচাপ বসে থাকলে অনেক সময়েই সারা শরীর ফুলিয়ে দেয়। এটিও তাদের এক ধরনের অভিব্যক্তি  বলে জানিয়েছেন গবেষকরা।

সূত্র: এবেলা

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি