ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে প্রেস সচিব

‘পাগলের সুখ মনে মনে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১৩ মার্চ ২০২৫ | আপডেট: ০৯:৪২, ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার একটি ছবি প্রকাশ করেছে। ওই ছবি ক্যাপশনে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের বরাতে বলা হয়েছে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন।

বুধবার (১২ মার্চ) প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার সেই ছবিটি ফেসবুকে শেয়ার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, 'পাগলের সুখ মনে মনে'।

শফিকুলের সেই পোস্টের কমেন্টে এটা নিয়ে হাসি ঠাট্টা করতে দেখা গেছে অনেককেই। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বরণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য তাদের।

পোস্টের ক্যাপশনে টাইমস অব ইন্ডিয়া উল্লেখ করেছে, 'হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা  রাব্বি আলম দাবি করেছেন, শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থান দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে। তবে সে অনুরোধের আনুষ্ঠানি কোনো জবাব আসেনি দিল্লি থেকে।

ভারতের জবাব না আসলেও গণহত্যার বিচার কার্যক্রম থেমে নেই। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ সহ পাঁচজনের বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি