ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

পাচারকালে ১২০ রোহিঙ্গা আটক

প্রকাশিত : ২২:২০, ৫ এপ্রিল ২০১৯

সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ১২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশ এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

ওসি প্রদীপ বলেন, গোপনে খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। রোহিঙ্গাদের ২৬ জন শিশু, ৩৯ জন নারী ও ৫০ জন পুরুষ রয়েছেন।

এই রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য একটি চক্র জড়ো করেছিল। তারা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। পুলিশের উপস্থিতির টের পেয়ে পাচারকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

এই রোহিঙ্গাদের আবার শরণার্থী শিবিরে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান ওসি প্রদীপ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি