ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

প্রকাশিত : ০৮:২১, ১৬ এপ্রিল ২০১৯

ঢাকায় দীর্ঘ বৈঠকের পর খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ৯৬ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাতে প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দীর্ঘ বৈঠকের পর ধর্মঘটসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পাটকল শ্রমিকদের ৯৬ ঘন্টার ধর্মঘট চলাকালে ঢাকা শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সভায় আগামী ২৫ এপ্রিলের মধ্যে ১০ সপ্তাহর মজুরী পূর্বের হারে এবং তিন মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ১৮ মে এর মধ্যে মজুরী কমিশন শ্রমিকদের হাজিরা খাতায় লিপিবদ্ধ করার প্রতিশ্রুতিতে এ ধমর্ঘট স্থগিত করা হয়েছে বলেও জানান শাহানা শারমিন। এর আগে সোমবার ভোর ছয়টা থেকে শুরু হয় এ ধর্মঘট। এসময় শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে।

 

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি