পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল শুরু
প্রকাশিত : ০৯:২৬, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৩৭, ৩০ ডিসেম্বর ২০১৭
পাটুরিয়া-দৌলতদিয়া ঘন কুয়াশার কারনে সাড়ে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। এখনও উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
বিআইডব্লিউটিসি, পাটুরিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মহীদ্দীন রাসেল গণমাধ্যমকে জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১০টা থেকে শনিবার ভোর ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালের দিকে কুয়াশা কেটে যাবার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এখনও উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।
এ নৌপথে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে পদ্মা পারাপারের গুরুত্বপূর্ণ পথ দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি। শীত মৌসুমে এসব নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায়ই পারাপার বিঘ্নিত হয়।
আর
আরও পড়ুন