ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পাটুরিয়ায় ফেরির পন্টুন থেকে জিপ পদ্মায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৯, ১৪ আগস্ট ২০১৭

মানিকগঞ্জের পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে একটি পাজেরো জিপ পদ্মায় পড়ে গেছে। সোমবার সকালে ফেরিঘাটের পন্টুন থেকে জিপটির পেছনের অংশ নদীতে পড়ে যায়। এ সময় জিপে চার আরোহী থাকলেও কেউ হতাহত হননি।

পাটুরিয়া নৌ থানার ওসি আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকাল ১০টার দিকে পাটুরিয়া তিন নম্বর ফেরিঘাটের পন্টুনে জিপটি রেখে চালক টিকেট কাউন্টারে যান। এ সময় ফেরি থেকে যানবাহন নামার সময় পন্টুনটি কাত হয়ে গেলে জিপটির পেছনের অংশ নদীতে পড়ে যায় এবং সামনের অংশ পন্টুনে আটক থাকে।

তিনি বলেন, স্থানীয়রা জিপের ভেতরে থাকা চার আরোহীকে বের করে উপরে নিয়ে আসেন। পরে বিআইডব্লিউটিএ রেকার দিয়ে গাড়িটি টেনে তুললে আরোহীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে ফেরিতে ওঠে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল গণমাধ্যমকে বলেন, গাড়ির চালক অসাবধানতাবশত গিয়ার লক না করেই টিকেট কাউন্টারে যান। এসময় ফেরিতে অন্য যানবাহন ওঠানামার সময় ঝাঁকুনিতে এ ঘটনা ঘটে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি