ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে কারওয়ান বাজারে অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৯:১০, ১৫ মে ২০১৭

পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাটের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার ও মূল্যতালিকা না থাকায় জরিমানা করা হয়েছে কয়েকজনকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সরকার নির্ধারিত ১৭টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান।
সোমবার দুুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে শুরু হয় অভিযান। পাটজাত মোড়কের ব্যবহার না করা এবং মূল্যতালিকা না রাখায় কয়েকজনকে অর্থদণ্ড দেয়া হয়।
আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দ্রব্যমূল্য নিয়ে জনমনে অস্বস্তি দূর করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পরিবেশের স্বার্থে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি