ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পাঠ্যপুস্তক নিয়ে দেশবিরোধী অপশক্তিরা অপপ্রচার চালাচ্ছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তক নিয়ে দেশবিরোধী অপশক্তি বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শনিবার (২১ জানুয়ারি) সকালে নগরের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্থায়ী ক্যাম্পাসে দশম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।পাঠ্যপুস্তকে যেসব ভুল শনাক্ত করা হয়েছে, তা নিরসন করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, "বলা হচ্ছে, আমাদের নতুন বইয়ে ইসলাম ধর্মবিরোধী বিষয় আছে। এটি সত্য নয়। ইসলাম ধর্ম সংক্রান্ত সকল বিষয় সরিয়ে দিয়ে ভিন্নধর্মী জিনিসপত্র আনা হয়েছে, এটি একেবারে অসত্য।"

তিনি আরও বলেন, "তিন বছর আগের ভারতের পশ্চিমবঙ্গের একটি বইয়ের ছবি দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে, যে বইটি এখন সেখানেও চলে না। একটা অপশক্তি আছে যারা এ অপপ্রচার চালাচ্ছে। তাদের আপনারা সবাই চিনেন। তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়।"

এসবি/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি