ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ১১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫২, ১১ ফেব্রুয়ারি ২০১৮

এবার পাঠ্যসূচিতে যুক্ত হতে যাচ্ছে ‘শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ’ বিষয়টি। তবে সংসদীয় কমিটি বলেছে বিষয়টি অন্তর্ভুক্তির আগে তারা সবকিছু দেখতে চায়। মন্ত্রণালয় গঠিত কমিটির এ সংক্রান্ত খসড়া প্রতিবেদন পেলে তারা যাছাই বাছাই করে দেখবে।

বিষয়টিতে কোনো ধরনের সংযোজন-বিয়োজন করার প্রয়োজন আছে কিনা সেটি যাচাই করতেই আগামী বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করার সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্থ অফিসগুলোতে ডিজিটাল সেবা ব্যবস্থাপনার বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মো. মোজাম্মেল হোসেন, আমিনা আহমেদ, মনোয়ারা বেগম এবং রিফাত আমিন অংশ নেন।


এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি