ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পাথর উত্তোলন বন্ধ ও বন সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৫, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৪, ২১ জুন ২০১৭

বান্দরবানে পাহাড়ি নালাগুলোর পানি নিশ্চিত করতে পাথর উত্তোলন বন্ধ ও বন সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে মানববন্ধন হয়েছে।
সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সে সময় বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণে শুধু পরিবেশগতই নয়, মানবিক বিপর্যয়ও ঘটছে। নির্বিচারে গাছ কাটা আর পাথর উত্তোলনের কারণে পাহাড়ি এলাকায় পানির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলেও জানান তারা। পাহাড় ধসের মত দুর্যোগ থেকে রক্ষায় প্রতিটি পাড়ায় বনায়নের আহবার জানান বক্তারা।

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি