পানি ঢুকছে সৈয়দপুর বিমানবন্দরে
প্রকাশিত : ১৫:৩৮, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৪৫, ১৪ আগস্ট ২০১৭
নীলফামারীর সৈয়দপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে হচ্ছে নতুন নতুন এলাকা। আজ সোমবার সৈয়দপুর বিমানবন্দরের দক্ষিণাংশের দেয়াল ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে। তবে রানওয়েতে এখনো পানি না ওঠায় বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
বন্যায় সৈয়দপুরের প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় আক্রান্ত অনেকে স্কুল-কলেজের আশ্রয়কেন্দ্রে উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, সৈয়দপুরে মোট ১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সৈয়দপুর কলেজে। এসব আশ্রয়কেন্দ্রে আসা লোকজনকে সরকারি ও স্থানীয়ভাবে খাদ্য দেওয়া হচ্ছে।
এদিকে আজ ভোরে সৈয়দপুর বিমানবন্দরের দক্ষিণ পাশের দেয়াল ভেঙে যায়। প্রবল বেগে পানি ঢুকতে থাকে বিমানবন্দরের ভেতরে। সোমবার দুপুর পর্যন্ত পানি রানওয়েতে ওঠেনি। তবে যেকোনো সময় রানওয়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আর/ডব্লিউএন
আরও পড়ুন