ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ২৫ আগস্ট ২০১৭

কুষ্টিয়ার কুমারখালীতে গোসল করতে নেমে খালের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, আপন দুই বোন সালমা খাতুন (৫) ও লাবনী খাতুন (৪) অপর জন খালাতো বোন মরিয়ম খাতুন (৮)।

চরসাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মানিক জানান, কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার স্ত্রী সীমা খাতুন তিন ছেলে মেয়েকে নিয়ে বৃহস্পতিবার চরসাদিপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে শ্বশুর ইউনুস শেখের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার তার ছোট শ্যালক আলামিন চাকরির উদ্দেশে সৌদি আরব যাওয়ার কথা ছিল। এ জন্য শ্যালককে বিদায় জানাতে সাইদুল ইসলাম শ্বশুর বাড়িতে আসেন।

শুক্রবার বেলা ১২টার দিকে খালাতো বোন মরিয়মের সাথে সালমা ও লাবনী বাড়ির পাশে পদ্মা নদীর প্রবাহিত খালে গোসল করতে যায়। এসময় তিন বোন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায়। পরে মরিয়মের ছোট ভাই আব্দুল্লাহ বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজনসহ স্থানীয়রা জাল ফেলে প্রায় দেড় ঘণ্টা পর তিন বোনের মৃতদেহ উদ্ধার করে।

কুমারখালী থানার ওসি আব্দুল খালেক তিন বোনের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি