ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতুটি

প্রকাশিত : ১৮:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০১৬

প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। পর্যচকদের চলাচল নিরাপদ রাখতে রোববার বিকেল ৪টা থেকে সেতু দিয়ে পারাপার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আনা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। পর্যটকদের আকৃষ্ট করতে ১৯৮৪ সালে দুই পাহাড়ের মাঝখানে নির্মাণ করা হয় ঝুলন্ত সেতু।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি