ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পানির বদলে শিশুকে দেয়া হলো স্যানিটাইজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ১৪ আগস্ট ২০২০

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের ত্রিপুরায় করোনা প্রকোপের সময় চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে খোদ শাসকদল বিজেপির বিধায়কেরাও ক্ষোভ প্রকাশ করেছে। এরই মধ্যে সেখানে দশ মাস বয়সের এক শিশুকে ভুল করে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হলো।

গত ১১ আগস্ট রাজ্যের উনকোটি জেলার কুমারঘাট মহকুমার সোনাইমুড়ির প্রীতি দাস তার দশ মাসের শিশুকে পোলিও প্রতিষেধক দিতে নিয়ে যান স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে পোলিও প্রতিষেধক দেওয়ার পর শিশুটির জন্য খাওয়ার পানি চান প্রীতি। এক আশা কর্মী পানির বদলে স্যানিটাইজার খাইয়ে দেন ওই শিশুকে। 

কুমারঘাট থানার কর্মকর্তা প্রদ্যুত দত্ত জানিয়েছেন, প্রীতি দাস এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন, তদন্ত হচ্ছে। 

এ ঘটনায় জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘‘ঘটনাটি ঠিক। আশা কর্মী ভুল করেই জলের পরিবর্তে স্যানিটাইজার খাইয়ে দিয়েছেন। সরকারিভাবে বড় পাত্রে একসঙ্গে স্যানিটাইজার দেওয়া হয়। তারপরে তা থেকে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ছোট বোতলে ভরে রাখা হয়।’’ 

তিনি আরও জানিয়েছেন, শিশুটি বর্তমানে সুস্থ আছে। পরিবারের পক্ষ থেকে তার কাছে এখনও কোন অভিযোগ করা হয়নি। সূত্র: আনন্দবাজার

এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি