ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পান্থপথে রিজভীর নেতৃত্বে জটিকা মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৫, ৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:১৬, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মিছিলটি বের হয়। পরে এটি পান্থপথ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটি দ্রুত শুরু হয়ে বেশিক্ষণ স্থায়ী হয়নি।

মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব ‘ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি