ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাপ মুক্তির গ্যারান্টি মিলছে সনদে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আপনার কোনও পাপ নেই, আপনি মহাপূণ্যবান। এমন পাপ মুক্তির গ্যারান্টি দিয়ে সনদ দেওয়া হচ্ছে।  এই সনদ পেতে আপনাকে খরচ করতে হবে মাত্র ১১ টাকা। সেই সঙ্গে স্বীকৃতি স্বরূপ এ সনদ। এই স্বীকৃতির মধ্য দিয়ে আপনার সারাজীবনের পাপ ধুয়ে মুছে যাবে।

ভারতের রাজস্থানের গৌতমেশ্বর মহাদেব পাপমোচন তীর্থে এভাবেই একজনের পাপ থেকে মুক্তি দেয়। মন্দিরের লাগোয়া মন্দাকিনি কুন্ডে (পুকুরে) এ জন্য আপনাকে একটা ডুব দিয়ে আসতে হবে।

আপনার কাছে যে ১১ টাকা নেওয়া হবে তার মধ্যে ১ টাকা পুরোহিতের। বাকি ১০ টাকায় হবে পাপ মুক্তি ক্রিয়া-কর্ম। এমনকী পাপ মুক্তির ক্রিয়া-কর্ম সমাপ্ত হলে আপনাকে মন্দিরের পক্ষ থেকে দেওয়া হবে একটা সনদ।

প্রতিবছর মে মাসে এখানে মেলা বসে। সে সময় লাখ লাখ মানুষ আসেন পাপ মুক্তি ঘটাতে। আর অধিকাংশ মানুষই মন্দাকিনী কুণ্ডে স্নান করে ১১ টাকা দিয়ে পাপ মুক্তির সার্টিফিকেট নিয়ে বাড়ি ফেরেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি