ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পাবনায় নদী ভাঙনে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ১০:৩৫, ৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৩৫, ৫ অক্টোবর ২০১৬

পাবনায় নদী ভাঙনে হুমকির মুখে দিঘুলিয়া দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝুঁকি আর আতংক  নিয়েই চলছে পাঠদান। এরই মধ্যে স্কুলটির বারান্দা ভেসে গেছে নদীতে। যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে পুরো স্কুল। স্কুলটি দ্রুত স্থানান্তর করা না হলে যেকোনো সময় ঘটতে পারে মর্মান্তিক দূর্ঘটনা। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাচ্ছেন না শিক্ষকসহ স্কুল পরিচালনা কমিটি। বিকল্প উপায় না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি আর আতংক নিয়ে কোমলমতী শিক্ষার্থীদের পাঠদান করে চলছেন শিক্ষকরা। পাবনার ফরিদপুর উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে বড়াল নদীর কোল ঘেঁষে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় দিঘুলিয়া দক্ষিণপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ১৯৭৩ সালে সরকারিকরণের পরও সুবিধা বঞ্চিত স্কুলটিতে বর্তমানে ২ জন শিক্ষক পাঠদান করেন ২২০জন শিক্ষার্থীকে। এতোদিন বিদ্যালয়ের ৪টি কক্ষের একটিকে অফিস ঘর করে বাকী ৩টিতে চলত পাঠদান। কিন্তু কয়েকমাস আগে নদী তীরবর্তী স্কুলটির একটি কক্ষে দেখা দেয় ফাটল। আর এবছর বন্যায় ভেঙ্গে যায় স্কুলটির বারান্দা। যেকোন সময় নদী গর্ভে হারিয়ে যেতে পারে বাকী স্কুলটি, ঘটতে পারে দুর্ঘটনা। উর্ধতন কর্তৃপক্ষের কাছে স্কুলের বিষয়টি জানানো হলেও কোনো লাভ হচ্ছে না বলে জানান, স্কুল কমিটির সভাপতি। আর উপজেলা সহকারি শিক্ষা অফিসার জানান, শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়ে জরুরী বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় বিদ্যালয়টির সংস্কার কাজ সম্ভব হচ্ছে না। দ্রুত বিদ্যালয়টি সংস্কার অথবা বিকল্প পাঠদানের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি