ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ ভাগ অধ্যাপককে প্রথম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে- অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯:৪২, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪২, ২৪ মার্চ ২০১৬

fmপাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ ভাগ অধ্যাপককে জাতীয় বেতন স্কেলের প্রথম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কমিটির বৈঠক শেষে এ’কথা জানান অর্থমন্ত্রী। সে সমময় তিনি আরো বলেন, নতুন প্রস্তাবে তৃতীয় গ্রেডের অধ্যাপকরা দ্বিতীয় গ্রেডে উন্নীত হতে চাকরির বয়সসীমা ৪ বছরের পাশাপাশি ন্যুণতম দুটি প্রকাশনা থাকতে হবে। প্রথম গ্রেডে উন্নীত হতে দ্বিতীয় গ্রেডে ২০ বছর চাকরির মেয়াদের পাশাপশি জেষ্ঠ্যতা বিবেচনা করা হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি