ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পাবিপ্রবি’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৩২, ১৭ ডিসেম্বর ২০১৮

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে শতাধিক হতদরিদ্র মানুষকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে।

এছাড়াও সেখানে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ, শিশুদের মাঝে বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়।     

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এ সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধি সৌরভ মল্লিক বলেন, “বিজয়ের দিনে এখনও প্রতিনিয়ত জীবন ও পরিবেশের সঙ্গে লড়াই করে যাওয়া মানুষগুলোর মুখে একটুখানি হাঁসি ফোটাতেই এতদূর ছুটে আসা।”  



সেপটর ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পথের ছায়া ও সেবক-এর যৌথ আয়োজনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – আবিদ আঞ্জুম, মোস্তাহিদুর মুঈদ, মোস্তাফিজুর রহমান, রাজীব রায়হান, মোঃরিংকু হোসেন, মাজেদুল ইসলাম, আকরাম নয়ন, আবু তালহা, নাইমুর নাফিজ, সোহান বিশ্বাস,তানভীর মনির, আশিকুল ইসলাম প্রমুখ।

নিজেদের কাজের মাধ্যমে সহযোগিতার মনোভাব দেশের সকল ছাত্রের মাঝে ছড়িয়ে দিতে চায় এসকল ছাত্ররা। সহযোগিতার সেই আলোয় আলোকিত হবে দেশের সকল সুবিধাবঞ্চিত মানুষ – এটাই তাদের কামনা।  

     

এসি 
 
    


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি