ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পারফিউমের সুগন্ধ সারা দিন ধরে রাখুন ৫ উপায়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:২২, ৯ জুলাই ২০১৮

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

Ekushey Television Ltd.

শরীরে পারফিউম বা বডি স্প্রে করলে এর সুগন্ধে মন ফুরফুরে থাকে। তাই সকালে উঠে গোসল করে পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করে থাকি অনেকে। কিন্তু কিছুক্ষণ যেতেই হালকা হতে থাকে সুগন্ধ। তাই চলুন জেনে নেওয়া যাক কীভাবে দিনের শেষ পর্যন্ত ধরে রাখবেন পারফিউমের সুগন্ধ।

গোসলের ঠিক পর পরই ব্যবহার করুন

গোসল করে জামা কাপড় পরার পর পারফিউম ব্যবহার করতে হবে।

ঠাণ্ডা জায়গায় রাখুন

অন্ধকার, ঠাণ্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ ধরে রাখতে পারবেন।

ঘষবেন না

অনেকেই পারফিউম স্প্রে করার পর দুই কব্জি ঘষে নেন বা আঙুলের মাথা দিয়ে কানের পিছনে ঘষতে থাকেন। মনে রাখবেন এটা করলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না।

ময়াশ্চারাইজার লাগান

পারফিউম ব্যবহারের পর ময়াশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধী লাগিয়েছেন তার উপর নন-সেন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

ভেসলিন লাগিয়ে নিন

পারফিউম ব্যবহারের আগে কব্জি বা ত্বকের অন্যান্য অংশে ভেসলিন লাগিয়ে নিন। এতে আর্দ্র ত্বকে সুগন্ধ আটকে যাবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি