ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ১২:০৬, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১২:০৬, ৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের পর, যেকোন মুহুর্তে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন এ’ ব্যাপারে তার সামরিক বাহিনীকে সব ধরণের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, দক্ষিণ কোরিয়াকে টার্গেট করা যায়, সম্প্রতি এমন ক্ষমতা সম্পন্ন দূরপাল্লার ক্ষেপনাস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া। এরআগে বুধবার জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই সমুদ্রে স্বল্পমাত্রার ৬টি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে পাল্টা জবাব দেয় উত্তর কোরিয়া। গেল ৬ই জানুয়ারি হাইড্রোজেন বোমা ও ৭ই ফেব্র“য়ারি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে সমালোচনার মুখে পড়ে উত্তর কোরিয়া।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি