ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দক্ষ হচ্ছে দেশীয় প্রকৌশলীরা (ভিডিও)

তৌহিদুর রহমান

প্রকাশিত : ১১:৫৯, ১৬ অক্টোবর ২০২৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তিগত কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন রুশ নাগরিকেরা। তবে তাদের সাথে কাজ করছেন কয়েকশ’ প্রকৌশলীসহ প্রায় ২০ হাজার বাংলাদেশি। দেশ-বিদেশে নানা প্রশিক্ষণ গ্রহণ ও হাতে-কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ ও সক্ষম হয়ে উঠছেন দেশীয় প্রকৌশলীরা। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর আশা, ভবিষ্যতে বাংলাদেশি জনবল দিয়েই রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা সম্ভব হবে বিদ্যুৎ কেন্দ্রটির।

বহির্বিশ্বে বাংলাদেশকে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ হিসেবে নতুন মর্যাদায় পরিচিত করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাই এটি কেবল বিদ্যুৎ কেন্দ্রই নয়, বাংলাদেশের সমৃদ্ধির অন্যতম প্রতীক। 

নভেম্বর ২০১৭ এবং জুলাই ২০১৮ সালে এই প্রকল্পের কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই চলছে প্রকল্প বাস্তবায়নের ব্যাপক কর্মযজ্ঞ।

এরই মধ্যে রাশিয়া থেকে এই বিদ্যুৎ কেন্দ্রর প্রথম ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের একাধিক চালান দেশে এসেছে। যা ইতোমধ্যেই বুঝে নিয়েছে কর্তৃপক্ষ।

এই প্রকল্পের মাধ্যমে স্বল্প খরচে বিদ্যুৎ পাওয়া যাবে, পাশাপাশি একদল প্রশিক্ষিত জনবল তৈরি হয়েছে। রাশিয়ানদের সাথে কাজ করছেন কয়েকশ বাংলাদেশি প্রকৌশলী। যারা রাশিয়া গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, পাশাপাশি প্রকল্পের সাথে যুক্ত থেকে হয়ে উঠছেন দক্ষ ও সক্ষম।  

প্রকল্প পরিচালক শৌকত আকবর বলেন, “ইতিমধ্যে যে কমিশনিং কার্যক্রম শুরু হয়েছে এবং বিভিন্ন সুইচ অপারেশনিং শুরু হয়েছে এগুলো শুধু রাশিয়ানরা করছেনা বাংলাদেশ-রাশিয়ানরা মিলে করছে।”

রাশিয়ান বিশেষজ্ঞদের সহায়তায় এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশীরাই পরিচালনা করছেন।

শৌকত আকবর বলেন, “শুধুমাত্র বিল্ডিং বানানো নয় জনবল তৈরি হয়েছে কিনা, ফুয়েল আসার পরে এই জনবল হ্যান্ডেল করতে পারছে কিনা- এসমস্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আমাদের ছেলেরা দক্ষ হয়েছে, তারা সব কাজই করতে পারছে।”

ভবিষ্যতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশি প্রকৌশলীরাই রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করতে পারবেন। পাশাপাশি স্থানীয়রা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও। এছাড়া দক্ষ কর্মীরা বিদেশেও পাঠানো যাবে। এমনটা বলছেন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসামান।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী  স্থপতি ইয়াফেস ওসমান বলেন, “আমার দেশের ছেলেমেয়েরা এখানে যারা কাজ করছে তারা কিন্তু রাশিয়ানদের কাছে পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েশন পাচ্ছে। এখানেও তারা ‘এ’ গ্রেডের কর্মী হিসেবে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ এই প্রজেক্টের সঙ্গে মানুষও তৈরি হয়ে গেছে।”

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ২০ হাজার বাংলাদেশি ও ৫ হাজার বিদেশি নাগরিক কাজ করছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি