পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা, অভিযুক্ত স্বামী
প্রকাশিত : ১৫:৪৫, ৩০ মার্চ ২০২৫ | আপডেট: ১৬:০৩, ৩০ মার্চ ২০২৫

রাজধানীর লালবাগে পারিবারিক কলহের জেরে স্ত্রী তাহিয়া তাসনিম ফিমাকে (১৯) হত্যার অভিযোগ উঠেছে স্বামী কাজী সাগরের (২২) বিরুদ্ধে। গত ২০ মার্চ রাজধানীর নতুন পল্টন লাইন আজিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
বর্তমানে নিহতের স্বামী কাজী সাগর পলাতক রয়েছে। জানা গেছে, অভিযুক্ত সাগর ফরিদপুরের আলফাডাঙ্গার কাজী মনিরুল হকের ছেলে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালে ফিমা ও সাগর বিয়ে করেন। তারপর থেকে তারা আজিমপুরের নতুন পল্টন লাইনের জয়নালের বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন। তবে পারিবারিকভাবে তারা অসুখি ছিলেন বলে এলাকাবাসী জানায়। কলহের কারণ হিসেবে জানা গেছে, সাগর তার প্রথম বিয়ের কথা গোপন করে ফিমাকে বিয়ে করেন। বিয়ের পর ফিমা সাগরে প্রখম বিয়ের কথা জানতে পারার পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না।
পরবর্তীতে গত ২০ মার্চ, রাত সাড়ে আটটার দিকে ফিমার আজিমপুরের বাসায় আসেন সাগর। সেখান ৩০ মিনিটের মতো অবস্থান করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাড়ীর নিরাপত্তারক্ষী খবির আকন।
পরবর্তীতে নিহত ফিমার বাবা রুমের দরজা খোলার চেষ্টা করেন,তবে দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ও ভেতর থেকে ফিমার কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন যে, নিহত ফিমার মৃতদেহ মাটিতে পড়ে আছে। তার গলায় ছেঁড়া গামছা পেচানো, গামছারবাকী অংশ সিলিং ফ্যানের ভিতর বাধা অবস্থায় রয়েছে।
পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও লালবাগ থানার এসআই মো: শহীদুল ইসলাম বলেন, হত্যা মামলা রুজু করা হয়েছে। এখনও ময়নাতদন্তের রিপোর্ট থানায় এসে পৌঁছায়নি। রিপোর্ট পাওয়ার পর বলতে পারবো এটা আত্মহত্যা না হত্যা।
তিনি আরও বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারাতি জানাতে পারবো। মামলার আসামী নিহতের স্বামী সাগর পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এসএস//
আরও পড়ুন