পারিবারিক সহিংসতায় শিশুর মৃত্যুর ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে
প্রকাশিত : ১৩:১১, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:১১, ৩ অক্টোবর ২০১৬
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে পারিবারিক সহিংসতায় শিশুর মৃত্যুর ঘটনা। চলতি বছরে পারিবারিক সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৫ জন শিশু। এমন বাস্তবতায় পালিত হচ্ছে এবারের বিশ্ব শিশু দিবস। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক সংস্কৃতির নেতিবাচক প্রভাব, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের জন্যই ঘঠছে শিশু হত্যার মতো অপরাধ।
রাজধানীর উত্তরখানে স্বামীর প্রতি সন্দেহ ও দাম্পত্য কলহের জের ধরে দেড় বছরের শিশু নেহাল সাদিককে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন মা। এর আগে ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে ২ ভাই বোন নৃশংস হত্যাকান্ডের শিকার হন। পরে জবানবন্দিতে হত্যার কথা শিকার করেন মা।
এমন ঘটনার খবর মিলছে প্রায়শই। এজন্যে বৈশ্বিক সংস্কৃতির নেতিবাচক প্রভাবের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়কেই দূষছেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিসংখ্যানে চলতি বছর জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত পারিবারিক সহিংসতায় ৪৫ জন শিশু নিহত হয়। যা ২০১৫ সালে ছিলো ৪০ এ।
এসব ঘটনার দ্রুত বিচার দাবি করে বিশেষজ্ঞরা বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি পারিবারিক সহিংসতা নিয়ে গবেষণা ও বাস্তব ভিত্তিক পদক্ষেপ প্রয়োজন।
পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন