ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

পারিশ্রমিক না পেয়ে ইমনের ক্যাম্প ত্যাগ, মালিক বললেন ‘টাকা কি গাছে ধরে?’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৫ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৫৭, ২৫ জানুয়ারি ২০২৫

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন থামছেই না। একের পর এক ঘটনায় এবারের বিপিএল নিয়ে সমালোচনা মুখর সারাদেশ। এবার আবারও সামনে এসেছে খেলোয়াড়দের পারিশ্রমিক না দেওয়ার ইস্যু। 

জানা গেছে, চিটাগাং কিংসের খেলোয়াড় পারভেজ হোসেন ইমন ক্যাম্প ছেড়ে চলে গেছেন। খবর ছড়িয়েছে, পারিশ্রমিক না পেয়ে তিনি ক্যাম্প ছেড়ে যান। 

এ বিষয়টি গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেছেন দলটির সত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী।

তিনি বলেন, হ্যাঁ, আমি ইমনকে পেমেন্ট করিনি। এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে। আমার টাকা তো গাছে ধরে না, আমার কিন্তু সন্তুষ্টির দরকার আছে। আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।

কেন তার এমন অবস্থান ফের জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কিছু ব্যক্তিগত এবং ফ্র্যাঞ্চাইজি ইস্যু আছে। আমি খেলোয়াড় এবং বোর্ডের সাথে আলোচনা করে আমার সিদ্ধান্ত নেব।

এই সময় তিনি ইমনের বাজে পারফরম্যানের কথাও উল্লেখ করেন, সে ত রান করতে পারেনি, দুই ম্যাচ ধরে বেঞ্চে বসে ছিলো। 

প্রসঙ্গত, বিপিএলে নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে দিতে হয় ২৫ শতাংশ টাকা, টুর্নামেন্টের মাঝে ৫০ শতাংশ ও খেলার পর বাকিটা পরিশোধ করতে হয়। তবে এই নিয়ম মানছে না বেশিরভাগ। দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংসের বিরুদ্ধে অভিযোগ তারা অনেক ক্রিকেটারকে কোন টাকাই দেয়নি। শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোও টাকা পাননি বলে অভিযোগ করেছিলেন, যদিও এই ক্রিকেটারকে ৭০ শতাংশ টাকা দেওয়া হয়েছে বলে সামির জানান।

এর আগে গতকাল শুক্রবার কয়েকটি গণমাধ্যমে ইমন টাকা পাননি বলে খবর বের হয়। টাকা না পেয়ে জাতীয় দলের এই ওপেনার কিংসের ক্যাম্প ছেড়ে গেছেন বলেও তথ্য জানা যায়।

উল্লেখ্য, চলতি বিপিএলে ব্যাট হাতে খুব  ভালো সময় কাটেনি ইমনের। তিনি সাত ম্যাচে ১২৫.৬০ এর স্ট্রাইক রেটে মাত্র ১০৩ রান করতে পেরেছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি