ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পার্ণোকে ধন্যবাদ দিলেন রুক্মিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫, ৭ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৫৮, ৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি মুক্তি পেয়েছে কবীর সিনেমার টিজার। দেবের আপকামিং এই সিনেমার টিজার বেশ প্রশংসিত হয়েছে। এবার এই টিজার নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী পার্ণো মিত্র।

কবীর একটা সত্য ঘটনা অবলম্বনেই তৈরি- ট্যুইটারের মাধ্যমে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এটি জানিয়ে দিয়েছেন। এদিকে পার্ণো ট্যুইট করে জানান- This is killer stuff !!

এই ট্যুইটের পরেই রিপ্লাই দেন কবীর সিনেমার অভিনেত্রী রুক্মিনী মৈত্র। তিনি পার্ণোকে ধন্যবাদ জানান।

বহু প্রতিক্ষিত এই সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৩ এপ্রিল। সিনেমাটি নিয়ে দর্শকদের মনে ইতিমধ্যে কৌতুহল অনেক।

তবে দেবের চরিত্র নিয়ে কৌতুহল রয়েছে। এখানে দেব ভিলেন নাকি নায়ক তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সবমিলিয়ে, সিনেমাটি নিয়ে যথেষ্ট আশাবাদী প্রযোজক-অভিনেতা দেব এবং পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি