ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পার্বত্য এলাকার পর্যটন বিকাশে বিভিন্ন প্রকল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ২২ এপ্রিল ২০১৭

পার্বত্য এলাকার পর্যটন বিকাশে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
শনিবার সকালে বান্দরবানে যৌথ খামার এলাকায় বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তও স্থাপনের সময় তিনি এ কথা বলেন। তিনি জানান, পার্বত্য চট্রগ্রামের দুর্গম এলাকায় বিদুৎ সুবিধা পৌঁছে দিতে ১০ হাজার সোলার প্যানেল বিতরণ করা হবে। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের হিলটপ রেস্ট হাউজের সম্মেলন কক্ষে চিম্বুক পাহাড়ের চিনিপাড়ার ¤্রাে সম্প্রদায়ের মধ্যে ৫০টি সোলার প্যানেল বিতরণ করেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি